
দেশের প্রতি ভালোবাসা থেকে আমেরিকায় এক অনন্য উদ্যোগ নিয়েছে সেখানের কিছু প্রবাসী।
তারা আমেরিকার কলারোডা অঙ্গরাজ্যের বাংলাদেশের বাঙালিরা রাজ্যে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙুয়েজ ডে দিনটি স্পেশাল ডে ঘোষণা করার জন্য রাজ্যটির গভর্নর জারেট পলিস বরাবর আবেদন জানিয়েছেন।
২১ শে ফেব্রুয়ারীর বিশদ ব্যাখ্যা করে পত্রটি বাংলাদেশী কমিউনিটি অফ কলারোডার বিসিসির পক্ষ হতে প্রবাসী বাংলাদেশী মাহবুব ফয়সাল এবং আব্দুল্লাহ জুবায়ের আবেদনটি সম্প্রতি গভর্নর জাসেট পলিস এর দপ্তর পাঠিয়েছেন।
কলারোডার আফ্রিকান কমিউনিটির নেতা মি. পাপাডিয়া বাংলাদেশীর কমিউনিটির এই উদ্যোগকে সমর্থন করেছেন বলে বিসিসি নেতা মাহবুব ফয়সাল জানান। ইতোমধ্যে দিবসটির তাৎপর্য ব্যাখ্যা করে এই দুই বাংলাদেশী বাঙালি কংগ্রেসেম্যান জোসেন ক্রো এর সাথে সাক্ষাৎ করেছেন। কংগ্রেসম্যান জোসেন ক্রো অন্যান্য কমিউনিটির সাথে বৈঠক করে বিষয়টি গভর্নর বরাবরে সুপারিশ করার আশ্বাস প্রদান করেন।