২০১৩ সালে মুক্তি পাওয়া মালয়ালম চলচ্চিত্র ‘দৃশ্যম’ দেখে মুগ্ধ হননি, এমন দর্শক খুব কমই। একটি সাধারণ পরিবারের হত্যাকাণ্ড লুকানোর থ্রিলিং ছবিটি প্রতি মুহূর্তেই রোমাঞ্চ জাগিয়েছে। একই নামে ছবিটি রিমেক হয় বলিউডেও। অফিশিয়াল রিমেক হিন্দিতেও ঝড় তুলেছিল, যাকে এখন বলিউডের একটি ক্ল্যাসিক থ্রিলার হিসেবে বিবেচনা করা হয়। সম্প্রতি মূল ‘দৃশ্যম’–এর সিক্যুয়েল ‘দৃশ্যম টু’ মুক্তি পেয়েছে। যথারীতি সাড়া ফেলেছে এটিও। সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাপ্রেমীদের একাংশের চর্চার বিষয় ‘দৃশ্যম টু’। ‘দৃশ্যম’–এর পাশাপাশি আবার আলোচনায় এসেছেন ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা মোহনলাল। নানাভাবে তাঁকে নিয়ে চর্চা হচ্ছে ফেসবুকে, দক্ষিণ ভারতীয় সিনেমার অনুরাগীদের মধ্যে। তাঁর ভক্তরা অবশ্য তাঁকে একটি নির্দিষ্ট অঞ্চলের অভিনেতা হিসেবে মানেন না; বরং তাঁরা মনে করেন, মোহনলাল একজন বৈশ্বিক তারকা।
কেরালার ইলানথুর গ্রামে ১৯৬০ সালের ২১ মে জন্ম নেওয়া ‘কমপ্লিট অ্যাক্টর’খ্যাত এই অভিনেতাকে তাঁর অঞ্চলের মানুষ ‘লালেট্টা’ বলে ডাকে। সেই লালেট্টা যেন মলিউডের বক্স অফিসে সৌভাগ্যের জাদুর কাঠি! ছোট্ট এক ফিল্মপাড়া, যেখানে ৫ থেকে ১০ কোটি রুপি আয়ও একসময় অনেক মনে হতো। অথচ সেখান থেকেই মোহনলাল বের করেছেন ১০০ কোটির সিনেমা! অবাক করার মতো তথ্য হচ্ছে, মলিউডের প্রথম ৫, ১০, ২০, ৩০, ৫০, ১০০ কোটি আয় করা সব কটি সিনেমার অভিনেতা একজনই—মোহনলাল বিশ্বনাথ!