spot_img
Home খবর দুপুরের সিদ্ধান্ত রাতে বাতিল

দুপুরের সিদ্ধান্ত রাতে বাতিল

দুপুরের সিদ্ধান্ত রাতে বাতিল

কক্সবাজার সমুদ্র সৈকত নারী ও শিশুদের জন্য আলাদা নিরাপদ জোন করার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিয়ে পর্যটকসহ সচেতন মহলে বিরূপ প্রতিক্রিয়ার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বুধবার (২৮ ডিসেম্বর) রাতে কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ জানান, জেলা প্রশাসন পর্যটকদের মতামতের ওপর পুরোপুরি শ্রদ্ধাশীল। মূলত কিছু সংখ্যক পর্যটকের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছিল। বাস্তবায়নের পর এটা নিয়ে বিরুপ প্রতিক্রিয়া আসছে তাই এ সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।

এর আগে দুপুরে সৈকতের লাবনী পয়েন্টে এ জোনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজার জেলা প্রশাসক মো.মামুনুর রশীদ।

এসময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান, নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার কামালসহ সৈকত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here