spot_img
Home খবর দিল্লিতে ভবনে আগুন হতাহত অনেক

দিল্লিতে ভবনে আগুন হতাহত অনেক

দিল্লিতে ভবনে আগুন হতাহত অনেক

ভারতের রাজধানী দিল্লিতে একটি বহুতল ভবনে আগুন লেগে ২৭ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

শুক্রবার (১৩ মে) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে এ আগুন লাগে। বাতাসের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় আটকে পড়েন দিল্লিবাসী।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, বহুতল ভবনের দুটি তলায় আগুন ছড়িয়ে পড়ায় উপরের তলায় মানুষজন আটকে পড়েন। তাদের দ্রুত উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।

দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে ও ১২ জন গুরুতর আহত হয়েছেন। তাদের সবাইকে স্থানীয় সঞ্জয় গান্ধী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় বহুতল ভবনের মালিককে আটক করেছে পুলিশ।

ঘটনাস্থলে দমকলের ২৪টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। দিল্লি পুলিশ এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, বহুতল বাণিজ্যিক ভবনটিতে বেশ কয়েকটি সংস্থার অফিস রয়েছে। প্রথম তলার একটি সিসিটিভি ক্যামেরা ও রাউটার প্রস্তুতকারী সংস্থার অফিস থেকেই আগুন ছড়িয়ে পড়ে। কীভাবে আগুন লেগেছে তা জানার জন্য অনুসন্ধান চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here