
অনেকদিন পর আজ শুক্রবার ত্রিপুরায় শক্তি দেখালো বামেরা।
আগরতলায় তাদের ডাকে হাজার হাজার মানুষ রাস্তায় নামে।
সরকারের নানা কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা সমাবেশ ডেকেছিল।
গত দু বছর বিজেপি বলে আসছিলো এই রাজ্যে বামেরা নিশ্চিহ্ন হয়ে গেছে। কিন্তু সেটা ভুল প্রমান হলো যখন রাজ্যের সাবেক মূখ্যমন্ত্রী ও বিধানসভার বিরোধী দলের নেতা কমরেড মানিক সরকার কে সংক্রমণ আইনে গ্রেফতার করে পুলিশ গাড়িতে তোলে।
শত শত যুবকর্মী পুলিশের গাড়ি বহর আটকে মানিক সরকারকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়।
পরে মানিক সরকার বলেন-
এখন থেকে তারাও শক্তির বদলে শক্তি দেখাবেন। বিজেপির বিরুদ্ধে ও মানুষের স্বার্থে লড়াই চলবে….