spot_img
Home খবর তেলের দাম সর্বোচ্চ

তেলের দাম সর্বোচ্চ

তেলের দাম সর্বোচ্চ

ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে মিত্রদেশগুলোর সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র। এই ঘোষণার পর জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ উঠেছে তেলের দাম।

সোমবার (৭ মার্চ) এ খবর জানিয়েছে বিবিসি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, অপরিশোধিত তেলের দাম এশিয়ার বাজারে ব্যারেল প্রতি ১৩৯ ডলার ছুঁয়েছে। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর থেকেই জ্বালানি পণ্যের দাম বেড়েই চলেছে। সর্বশেষ ২০০৮ সালে তেলের দাম এই পর্যায়ে উঠেছিল।

প্রসঙ্গত, সৌদি আরবের পর সবচেয়ে বেশি জ্বালানি তেল রপ্তানি করে রাশিয়া। সেই সঙ্গে বিশ্বে সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস রাশিয়াতেই উত্তোলন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here