
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানা ভবন নির্মাণ হবে না, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকালে এ তিনি কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, তেঁতুলতলা মাঠের মালিকানা পুলিশেরই থাকবে; তবে এখন যেভাবে মাঠ হিসেবে ব্যবহার হচ্ছে, সেভাবেই ব্যবহার হবে।
গত বেশ কিছুদিন ধরে এই মাঠ রক্ষায় বিভিন্ন নাগরিক- পরিবেশ কর্মীরা আন্দোলন চালিয়ে আসছিলেন।