সদ্য প্রয়াত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আসলামুল হকের ঋনের পরিমান তিন হাজার কোটি টাকা। ব্যবসার অনুকুলে তিনি এই ঋন নিয়েছেন।
নব্বই এর দশকে জমি কেনা বেচার ব্যবসা শুরু করেন আসলাম। তার পর ছোট ছোট অন্য ব্যবসা শুরু করেন। শুরু করেন ঠিকাদারি
২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হবার পর ব্যবসা বিস্তৃত করতে থাকেন।
একাধিক কুইক রেন্টাল প্লান্ট তৈরির লাইসেন্স পান। তার বিপরীতে বিপুল ঋন নেন। তবে ১০৮ মেগাওয়াট এর একটি প্রকল্প ছাড়া আর কোন প্রকল্প চালু করতে পারেন নি।
অভিযোগ আছে বুড়িগঙ্গা, তুরাগ নদের বিপুল পরিমান জমি দখল করে সেখানে গড়ে তোলেন রপ্তানীমুখী শিল্প, এই দখল উচ্ছেদ করতে গিয়ে জাতীয় নদী রক্ষা কমিশনের সাথে বিরোধে জড়ান।তদ্বির করে জমি রক্ষা করতে নৌ পরিবহন প্রতিমন্ত্রীর সাথে দেখা করতে ব্যর্থ হন।
জানা যাচ্ছে, এসব জমি বিভিন্ন ব্যাংকে বন্ধক রেখে এই বিপুল পরিমান ঋন নিয়েছেন।
সবচেয়ে বেশি ঋন নিয়েছেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের, ঋনের পরিমান ২৫০০ কোটি টাকা।