পেশাগত দায়িত্ব পালনের সময় আফগানিস্তানে কান্দাহারের স্পিন বলডাক জেলায় সংঘর্ষ চলাকালে মৃত্যু হলো পুলিৎজার পুরস্কার বিজয়ী রয়টার্সের ফটোসাংবাদিক দানিশ সিদ্দিকির। তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন ভারতে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত ফরিদ মামুন্দজাই।
তিনি সম্প্রতি আফগানিস্তানে গিয়েছিলেন দানিশ। সেখান থেকে নিয়মিত ছবি ও খবর পাঠাচ্ছিলেন। এক পুলিশ কর্মকর্তাকে উদ্ধারের জন্য আফগানি স্পেশাল ফোর্সের একটি অভিযান নিয়ে প্রতিবেদন করেছিলেন। দানিশের প্রতিবেদনে একাধিক ছবি ছিল। তাঁর তোলা ছবিতে দেখা গিয়েছিল, কীভাবে আফগান বাহিনীর গাড়ি লক্ষ্য করে হামলা চালাচ্ছে তালেবান। নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে দানিশ জানিয়েছিলেন, আফগান স্পেশাল ফোর্সের যে গাড়িতে করে তিনি যাচ্ছিলেন, তাতে রকেট হামলা চালানো হয়। রকেট হামলার দৃশ্যও তাঁর ভিডিওতে ধরা পড়েছিল।