আফগানিস্তানে প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেছেন, তালেবানরা আরো নিষ্ঠুর এবং অত্যাচারী হয়ে উঠেছে।
কাবুলে এক বৈঠকে ঘানি বলেন, তাদের শান্তির পথে ফেরার কোন ইচ্ছে নেই।
চলতি বছরের জুন মাসে মার্কিন ও ন্যাটো সৈন্যরা দেশ থেকে সরে যাওয়ার পর তালেবানরা আরো আগ্রাসী হয়ে উঠেছে।
দেশটিতে সহিংসতা বাড়ছে।
তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি পরিবর্তন না হলে তারা অর্থপূর্ণ আলোচনা হবে না।
এ বছরের প্রথম ছয় মাসে আফগানিস্তানে ১,৬৭৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
এবং ৩,৬৪৪ জন আহত হয়েছে। ২০২০ সালের একই সময়ের তুলনায় হতাহতের হার ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
২০২০ সালের প্রথম ছয় মাসে আফগানিস্তানে মোট বেসামরিক হতাহতের সংখ্যা ছিল ২,৯৫৭ জন, যার মধ্যে ১,২১৩ জন নিহত এবং ১,৭৪৪ জন আহত হয়েছে।
২০২০ সালের প্রথম ছয় মাসের তুলনায় ২০২১ সালের প্রথম ছয় মাসে বেসামরিক হতাহতের হার ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।