spot_img
Home বিশ্ব তালেবানদের প্রতি জার্মানির বার্তা

তালেবানদের প্রতি জার্মানির বার্তা

তালেবানদের প্রতি জার্মানির বার্তা

আফগান যুদ্ধে তালেবান যোদ্ধারা জয়লাভ করে ইসলামি আইন চালু করলে পশ্চিমা বিশ্ব সেদেশে তাদের সহযোগিতা বন্ধ করে দিবে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকোমাস ঘোষণা দিয়েছেন – আফগানিস্তানে পুনরায় ইসলামি শরীয়া আইন চালু করা হলে জার্মানি আফগানিস্তানে তাদের দেয়া বাৎসরিক পঞ্চাশ কোটি ডলারের সাহায্য পুরোপুরি বন্ধ করে দিবে। বিবিসি সুত্রে জানা যায় – তালেবান বাহিনী দেশটির নিয়ন্ত্রণে যে যুদ্ধ পরিচালনা করছে তাতে প্রেসিডেন্ট আশরাফ ঘানির সরকারি সেনাবাহিনী গত একসপ্তাহে তালেবানদের নিকট শোচনীয়ভাবে পরাস্ত হয়েছে। তালেবানরা একের পর এক শহর এবং প্রদেশ দখল করে নিচ্ছে। পর্যবেক্ষরা মনে করছেন, আফগান সেনাবাহিনী বিগত এক দশকে নিজেদের সংহত না করে ন্যাটো বাহিনী কর্তৃক বিদেশি বাহিনীর উপর নির্ভরশীল থাকায় যুদ্ধ করার মতন পর্যাপ্ত সাহস ও মনোবল হারিয়েছে। তাদের সঙ্গে সেই দেশের জনগণের বিচ্ছিন্নতাও সৃষ্টি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here