
আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শহর মাজার ই শরীফের দখল নিতে তালেবান যোদ্ধারা শহরটির উপকন্ঠে পৌঁছে গেছে। পর্যবেক্ষকগণ ধারণা করছেন খুব অল্প সময়ের মধ্যেই আফগান সেনাবাহিনী শহরটি হতে পিছু হটতে পারে। আফগান তাজিকিস্তান সীমান্তবর্তী এই শহরটি আফগানিস্তানের একটি গুরুত্বপূর্ণ শহর। বিবিসি বাংলা সুত্রে জানা যায় – সাম্প্রতিক সময়ে আফগান সেনাবাহিনী তালেবান যোদ্ধাদের নিকট এক একেকটি গুরুত্বপূর্ণ শহরের দখল হারানোয় বিভিন্ন দেশ ইতোমধ্যে তাদের নাগরিক দেশটি হতে সরিয়ে নিচ্ছে।
আফগানিস্তানে সাম্প্রতিক এই হামলার পরিপ্রেক্ষিতে ভারত যেন সেদেশ হতে হিন্দু এবং শিখ ধর্মাবলম্বী নাগরিকদের সরিয়ে আনে- এমনটি দাবি করেছে ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস।