
আফগানিস্তানের জালালাবাদে তালেবানের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে।
বুধবার জালালাবাদের বাসিন্দাদের তালেবান বিরোধী বিক্ষোভ করতে দেখা গেছে।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি ছোড়ার পরও তারা পুরনো আফগান পতাকার সমর্থনে বিক্ষোভ করে।
ভিডিও ফুটেজে দেখা গেছে, বিক্ষোভকারীরা তালেবান পতাকা নামিয়ে আফগানিস্তানের পুরনো পতাকা উড়িয়ে দিচ্ছে। আর সমবেত স্থানীয়রা তা দেখে উল্লাস করছেন।
তালেবানের নতুন ঘোষিত ইসলামিক আমিরাত অব আফগানিস্তান এখন পর্যন্ত একটি সাদা পতাকা ব্যবহার করছে, যাতে কালো আরবী হরফফ লেখা রয়েছে। আর বিক্ষোভকারীরা যে পতাকা ব্যবহার করেছেন তা কালো, লাল এবং সবুজের সমন্বয়ে তৈরি। এই পতাকাটি উৎখাত হওয়া সরকারকে ব্যবহার করতে দেখা গেছে।