spot_img
Home বাংলাদেশ তাজিয়া মিছিল,মানা হলো না কোন বিধি

তাজিয়া মিছিল,মানা হলো না কোন বিধি

তাজিয়া মিছিল,মানা হলো না কোন বিধি

নিষেধাজ্ঞা ভেঙে সড়কে তাজিয়া মিছিল

সকালেই  পুরান ঢাকার ইমামবাড়া হোসেনি দালানে হাজার মানুষ।

করোনার কারনে  বিগত বছরের মতো এবারও তাজিয়া মিছিল না করার জন্য নির্দেশনা ছিল সরকারের। আগেরবার  হোসেনি দালানের ভেতরেই মিছিল করেন শিয়া সম্প্রদায়। তবে এবার নিষেধাজ্ঞা ভেঙে সড়কে তাজিয়া মিছিল করতে দেখা গেছে।

শুক্রবার (২০ আগস্ট) সকাল ১০টার দিকে শত শত মানুষ হোসেনি দালানের ভেতরেই মিছিল করেন। সেই মিছিল থেকে অনেকেই বের হয়ে সড়কেও মিছিল করেছেন। কোনও কোনও জায়গায় পুলিশ বাধা দিলেও তাদের উপেক্ষা করে মিছিল বের হয়। বিক্ষিপ্তভাবে চকবাজার, লালবাগ, আজিমপুর এলাকায় মিছিল করেন তারা।

ইসলামি ইতিহাসে হিজরি বর্ষের প্রথম মাস মুহররমের দশ তারিখকে আশুরার দিন বলা হয়। ৬১ হিজরি সালের এ দিনে মহানবী (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (রা.) কারবালার ময়দানে নির্মমভাবে শাহাদাতবরণ করেন। এই শোক ও স্মৃতিকে স্মরণ করা হয় এই দিনে। 

স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণের নির্দেশনা থাকলেও তা ছিলো উপেক্ষিত। হোসাইনি দালানে অনেকে ছিলেন মাস্ক ছাড়া। আর মানুষের ভিড় ছিলো অনিয়ন্ত্রিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here