
ঢাকা সিলেট ফোর লেনের কাজে আর্থিক সহায়তা দিতে এডিবি।।
শুক্রবার এশিয়ান ডেভোলাপমেন্ট ব্যাংক (এডিবি) তাদের বোর্ডে এই মহাসড়কের কাজ করার জন্য পনের হাজার একশো ত্রিশ কোটি টাকা বরাদ্দের বিষয়টি অনুমোদন করেছে। এমনটাই জানিয়েছেন সিলেট -১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আজ সিলেটের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী একথা বলেন।
তিনি বলেন, তবে এই কাজ শুরুর ক্ষেত্রে ঢাকা-সিলেট মহাসড়কের দুপাশে জমি অধিগ্রহনের সমস্যা নিয়েও কথা বলেন মন্ত্রী মোমেন। তিনি বলেন, সিলেট আর হবিগঞ্জ ছাড়া বাকি জায়গার জমি অধিগ্রহন সম্পন্ন হয়েছে। কিন্তু এই দুটি স্থানে জমি অধিগ্রহনের ব্যাপারে সংশ্লিষ্টরা ঠালবাহানা করছেন।
এডিপির অর্থায়নের ব্যাপারে তিনি আরো বলেন, এই টাকার বাইরেও জমি অধিগ্রহনের জন্য সরকারের নিজস্ব ফান্ড থেকে কিছু টাকা খরচ হবে।