spot_img
Home বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খুলবে ৫ অক্টোবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খুলবে ৫ অক্টোবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খুলবে ৫ অক্টোবর

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): হল খোলা সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সুপারিশ সিন্ডিকেট সভায় বহাল রাখা হয়েছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সিন্ডিকেটের জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বুধবার (১৫ সেপ্টেম্বর) প্রভোস্ট কমিটি এক ডোজ টিকা নেওয়ার সনদ ও বৈধ কাগজপত্র দিয়ে ৫ অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়ার সুপারিশ করে।

প্রভোস্ট কমিটির সুপারিশ নিয়ে প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বাংলানিউজকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স ফাইনাল ও মাস্টার্সের শিক্ষার্থীরা ৫ অক্টোবর সকাল ৮টা থেকে অন্তত এক ডোজ টিকা নেওয়ার সনদ ও হলের বৈধ কাগজপত্র দেখানো সাপেক্ষে আবাসিক হলে উঠানোর জন্য সুপারিশ করা হয়। একইসঙ্গে ২৬ সেপ্টেম্বর থেকে এ দুই বর্ষের শিক্ষার্থীরা বিভাগের সেমিনার ও কেন্দ্রীয় লাইব্রেরি ব্যবহার করতে পারবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here