
আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন এ বছরের ডিসেম্বর বা আগামী বছরের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ অবস্থায় আওয়ামী লীগের আমলে হওয়া উন্নয়নগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন তিনি।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সোমবার (৩ জুলাই) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ভার্চ্যুয়ালি মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী নির্বাচনের কথা জানান এবং দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, আমরা এখন স্থিতিশীলভাবে বসবাস করছি। বিএনপি-জামায়াত সেটা পছন্দ করছে না। তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। এমন হলে জনগণকে নিয়ে প্রতিহত করব। যদি তারা কোনো ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসে, তাহলে দেশ আর দেশ থাকবে না।