spot_img
Home খবর ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল এর সিদ্ধান্ত

ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল এর সিদ্ধান্ত

ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল এর সিদ্ধান্ত

বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। একইসঙ্গে ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ নামে নতুন একটি আইন করে তার মাধ্যমে সাইবার নিরাপত্তার বিষয় দেখভাল করার কথা জানানো হয়েছে।
সোমবার (৭ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে আইনটি বাতিলের নীতিগত অনুমোদন হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
আইনমন্ত্রী জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের বদলে সরকার এখন সাইবার নিরাপত্তা আইন-২০২৩ করবে।
মন্ত্রী বলেন, “পরিবর্তিত নতুন আইনে মানহানির মামলায় সাংবাদিকদের কারাদণ্ডের বিধান থাকবে না।”
“বর্তমান আইনের বহু ধারা নতুন সাইবার নিরাপত্তা আইনে হুবহু যুক্ত করা হবে এবং বেশ কিছু ধারায় বড় ধরনের সংশোধনী আনা হবে,” বলেন আইনমন্ত্রী।
জাতিসংঘসহ দেশি বিদেশি নানা সংগঠন ও দেশের চরম আপত্তির মুখে আইনটি বাতিলের সিদ্ধান্ত নিলো সরকার।
এর আগে বিতর্কিত তথ্য প্রযুক্তি আইন বাতিল করে ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করে সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here