দীর্ঘ সাত সপ্তাহ পরনট্রেন- দুরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। আজ সকাল থেকে স্টেশনগুলো মানুষের পদভরে জেগে উঠছে৷
সকালে কমলাপুর রেল স্টেশনে এসে রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ২৮ জোড়া ট্টেন চলাচল শুরু হয়েছে। অর্ধেক যাত্রীকে টিকেট দেয়া হবে। টিকেট এর বাইরে কেউকে স্টেশন এলাকায় ঢুকতে দেয়া হবে না।
এদিকে মাওয়ায় লঞ্চ আলাচল শুরু হয়েছে। অর্ধেক যাত্রী বহন করছে তারা৷