করোনার দ্বিতীয় ডোজ টিকা নিয়ে সংকটে স্বাস্থ্য অধিদফতর।
দ্বিতীয় ডোজ দেবার মতো টিকা মজুদ আছে ১৬ লাখ কিন্তু দরকার ৩০ লাখ ডোজ৷
ভারত থেকে কেনা ও উপহার হিসেবে পাওয়া মোট ১ কোটি ২ লাখ ডোজ টিকা পেয়েছে সরকার। ২৯ এপ্রিল পর্যন্ত টিকা নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৬৫৬ জন।
আবার এদের ভেতর দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৮ লাখ ৫ হাজার ৪৯৪ জন। যারা প্রথম ডোজ নিয়েছেন তাদের মধ্যে দ্বিতীয় ডোজ নিতে বাকি ৩০ লাখ ১৩ হাজার ৯৬২ জন। এদের একটা অংশের টিকা দিতে হবে মে মাসের প্রথম সপ্তাহে কিন্তু টিকা নেবার সময় হয়েছে। সরকার রাশিয়া থেকে টিকা আনছে, বলা হচ্ছে এই টিকা থেকে দ্বিতীয় ডোজ দেয়া হবে কিন্তু বিশেষজ্ঞরা এখনো একমত হতে পারছেন না।
যদিও কোরিয়া ও দুবাই থেকে টিকা আনার সরকারী উদ্যোগ রয়েছে।