দ্রত টিকা সরবরাহ করার চাপের মুখে ভারত ছেড়েছেন টিকা তৈরি প্রতিষ্ঠান সেরাম ইন্সটিটিউটের সিইও আদার পুনাওয়াল।
ভারতে করোনা ভয়াবহ বিস্তার ঘটায় দ্রুত টিকা সরবরাহ করার জন্য চাপ দিচ্ছিলেন ভারতের বিভিন্ন রাজ্যের মূখ্যমন্ত্রীরা ও কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
তার প্রেক্ষিতে ভারতের বিমান চলার বন্ধ হবার আগেই তিনি ভারত ছেড়ে বৃটেনের পথে পা বাড়ান।
তিনি বলেন, সবাই টিকা পেতে চায়, না পেলে পরিনতি খারাপ হবে বলছে।
বৃটিশ পত্রিকা টাইমসকে তিনি বলেন, হুমকি বললে কম বলা হবে। তারা সারাদিন ফোন করছে।
টাইমসের ভাষ্য, তিনি হয়তো আর ফিরবেন না।