পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেয়ার পর সব হল খুলে দেয়া হবে। স্বাভাবিক ভাবে চলবে পড়াশোনা।
আজ একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি৷
অগ্রাধিকার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীদের টিকা দেয়া হবে বলে জানান তিনি।
বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর উপাচার্য, ইউজিসি, মন্ত্রনালয় এর যৌথ মতবিনিময় সভায় তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, আরো কতোগুলো নির্দশনা দেয়া হয়েছে যাতে ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেয়া যায়।