
শান্তি নেমে এসেছে মৃত্যুপুরীতে। এসেছে স্বস্তি। সুফল পাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ । রাজ্যটিতে করোনা পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে।
কমেছে মৃতের সংখ্যাও। একদিনে ৩ লাখ ৩০ হাজার ৫২৩ জনকে টিকা দেওয়া হয়েছে। গড়ে কমবেশি এত সংখ্যার টিকাই পাচ্ছেন রাজ্যবাসী।
শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইট দেখা যায়, পশ্চিমবঙ্গে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৭৩৯ জন। অর্থাৎ একদিনে পজিটিভিটি রেট ১ দশমিক ৬৩ শতাংশ।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা রোগীর মৃত্যু হয়েছে ৮ জনের। তারমধ্যে উত্তর ২৪ পরগনায় ৪ জন, কলকাতায় ৩ জন এবং উত্তরবঙ্গের জলপাইগুড়িতে একজন মারা গেছেন। বাংলায় করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮ হাজার ২৭৬।
এছাড়া একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৭৪৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮ দশমিক ১৫ শতাংশ। রাজ্যে মোট শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ৩৭ হাজার ১৮৫ জন। মোট করোনা মুক্তের সংখ্যা ১৫ লাখ ৮ হাজার ৮০০ জন।