
জাতীয় পার্টির (জাপা) নতুন মহাসচিব হয়েছেন মুজিবুল হক চন্নুকে। শনিবার (০৯ অক্টোবর) জাতীয় পার্টি সূত্রে এ তথ্য জানা গেছে।
জাপা চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি শনিবার এক সাংগঠনিক আদেশে দলের কো-চেয়ারম্যান মো. মুজিবুল হক চন্নুকে পার্টির মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছেন।
২ অক্টোবর জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুজনিত কারণে পদটি শূন্য হয়। এর ৭ দিন পর শনিবার মো. মুজিবুল হক চুন্নুকে ওই পদে নিয়োগ দিলেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের।