এখন থেকে প্রতি বছর ১৮ অক্টোবর দেশে জাতীয়ভাবে ‘শেখ রাসেল দিবস’ উদযাপন করা হবে। দিবসটিকে ‘ক’ শ্রেণিতে অন্তুর্ভুক্ত করে উদযাপনের বিষয়ে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২৩ আগস্ট) ভার্চ্যুয়াল মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ শেখ রাসেল দিবস উদযাপনের প্রস্তাব এবং যৌক্তিকতা মন্ত্রিসভায় পেশ করলে অনুমোদন দেয় মন্ত্রিসভা। দিবসটি ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে জাতীয়ভাবে উদযাপনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার সময় শিশু শেখ রাসেলকেও হত্যা করে ঘাতকেরা।