জলবায়ু পরিবর্তনের কুফলে পৃথিবী জুড়ে সৃষ্টি হয়েছে খরা বন্যা দাবদাহের মত পরিস্থিতি। গত মাসে উত্তর আমেরিকায় দাবদাহে পুড়েছে বিস্তীর্ণ বনাঞ্চল। জার্মানিতে সৃষ্টি হয়েছে বন্যা।আর চীন এর যে অঞ্চলটিতে বন্যা এবং বৃষ্টিপাত চলছে সেখানে বিগত এক হাজার বছরে এমন বৃষ্টিপাত হয়নি।জাতিসংঘের অধীনে একদল বিজ্ঞানী প্রকৃতির এই বৈরি আচরণে উদ্বেগ প্রকাশ করে বলেছেন ‘ দ্রুত ব্যবস্হা গ্রহন না করলে এই শতাব্দীর শেষে এই প্রাকৃতিক বিপর্যয় বেড়ে যাবে চৌদ্দ গুণ, তাতে মানবিক বিপর্যয় সৃষ্টি হবে।’
বিজ্ঞানীরা বলছে – পৃথিবীতে অনিয়ন্ত্রিত কার্বন নিঃসরণের ফলে উষ্ণতা বৃদ্ধির কারণে এই বিপর্যয়ের সৃষ্টি হয়েছে।বরফ গলে যাচ্ছে, শীতের সময়কাল কমে পৃথিবীতে ক্রমশই গরমকালের সময় বেড়ে যাচ্ছে।
এই অবস্থার জন্য জাতিসংঘের অধীনে কর্মরত এই বিজ্ঞানীর দল – অনিয়ন্ত্রিত শিল্পায়নকেই দায়ী করেছে।