ভারতের করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় বাংলাদেশ কে চুক্তি অনুযায়ী টিকা দিতে পারছে না ভারত।
গতকাল বাংলাদেশস্থ ভারতের দুতাবাস ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা নোট পাঠিয়ে বলেছে তারা তাদের টৃরায়ালে থাকা টিকা বাংলাদেশের সাথে যৌথভাবে উৎপাদনে আগ্রহী৷
ভারত কোভ্যাক্সিন বাজারে আনার তৃতীয় ধাপ অতিক্রম করছে এবং বলছে এটা ৭৮ ভাগ সফলতা পাওয়া যাবে৷
বাংলাদেশ ভারতের কাছ থেকে তিন কোটি ডোজ টিকা কিনে ৭০ লাখ ডোজ বুঝে পেয়েছে।