পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন গতকাল চীনের রাস্ট্রদুতের করা মন্তব্যের সমালোচনা করেছেন।
তিনি বলেন, চীন সাধারণত কারো বিষয়ে নাক গলায় না৷ কিন্তু গতকাল এর পরামর্শ ভালো লাগেনি। তিনি বলেন, আমরা আমাদের ভালো বুঝি। শেখ হাসিনা আমেরিকার কথা শুনে ভারতকে গ্যাস দিতে রাজী হননি। আমেরিকার চাপ ছিলো, ভারতকে গ্যাস দিতে হবে৷ শেখ হাসিনা বলেছিলেন, আগে আমার দেশের মানুষকে গ্যাস সুবিধা দিয়ে তার পর সিদ্ধান্ত নিব, আমার পঞ্চাশ বছরের মজুদ থাকবে তার পর অন্য আলোচনা।
পররাষ্ট্রমন্ত্রী আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। বাং
লাদেশ, ভারত, আমেরিকার ও জাপান মিলে একটা জোট গঠন করেছে।
চীন এই জোটের বিরুদ্ধে। তারা মনে করে, এটা চীনের স্বার্থের বিরুদ্ধে যাবে। গতকাল এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই জোটে না যোগ দিতে বাংলাদেশ কে পরামর্শ দেন।