spot_img
Home বিশ্ব চীনের নিরপেক্ষতা নিয়ে আমেরিকার ভিন্নমত

চীনের নিরপেক্ষতা নিয়ে আমেরিকার ভিন্নমত

চীনের নিরপেক্ষতা নিয়ে আমেরিকার ভিন্নমত

যুদ্ধ বন্ধ করতে চীনের প্রভাব সৃষ্টির
আহবান থেকে সরে এলো যুক্তরাষ্ট্র
তারা এখন মনে করছে, চীন নিরপেক্ষ নয়।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে চীনকে ‘নিরপেক্ষ মধ্যস্থতাকারী’ মনে করছে না মার্কিন যুক্তরাষ্ট্র।

যুদ্ধ শেষ করার প্রচেষ্টায় মধ্যস্থতাকারী হিসেবে চীনের লক্ষ্য সম্পর্কে এটি ছিল সবচেয়ে সরাসরি মার্কিন সমালোচনা।

এ বিষয়ে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি না যে আপনি যুক্তিসঙ্গতভাবে চীনকে কোনোভাবেই নিরপেক্ষ হিসেবে দেখতে পারবেন।’

তিনি যোগ করেন, চলতি সপ্তাহে অনুষ্ঠিত হওয়া রাশিয়া ও চীনের রাষ্ট্রপতির মধ্যে বৈঠকগুলো ইউক্রেন যুদ্ধ অবসানে কোনো আশা দেয় না।

এর আগে ইউক্রেনে যুদ্ধাপরাধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চাপ দিতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।

ওইসময় জন কিরবি বলেন, শুধু যুদ্ধবিরতিই যথেষ্ট নয়। আমরা আশা করি, যুদ্ধাপরাধ বন্ধে প্রেসিডেন্ট শি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেনের শহর, হাসপাতাল ও স্কুলে বোমা নিক্ষেপ বন্ধে এবং সৈন্য প্রত্যাহারে চাপ দেবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here