চীন থেকে উপহার হিসেবে পাওয়া টিকা সবাইকে দেয়া হবে না।
এই টিকায় অগ্রাধিকার থাকবে নার্সিং পেশায় যুক্ত কোভিটের বিরুদ্ধে যুদ্ধ করা সৈনিকদের।
বুধবার স্বাস্থ্য অধিদফতর এর এক কর্মকর্তা বলেন, আমরা সব স্বাস্থ্য কর্মীদের টিকায় অগ্রাধিকার দেয়া হবে, সব টিকা একবারে দেয়া হবে না।
তা ছাড়া বাংলাদেশে চীনের প্রকল্পে চায়নার জনশক্তি কাজ করছে তারা, যে সব বাংলাদেশী ছাত্র ছাত্রী চায়নায় পড়াশোনা করছে এবং এখন বাংলাদেশে অবস্থান করছে তারাও এই শুভেচ্ছা টিকা পাবেন কারন তাদের পড়শোনার জন্য চীনে ফিরতে হবে।
আজ বুধবার সকালে পাঁচ লাখ টিকা বাংলাদেশে পৌঁছে।