দেশে আলোচিত হত্যাকাণ্ডের অন্যতম ঘটনা চট্টগ্রামের মিতু হত্যা মামলায় তার স্বামী সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আখতার গ্রেফতার হয়েছে।
আজ মঙ্গলবার রাতে তাকে তদন্তের জন্য ডেকে পরে তাকে চট্টগ্রামে সিআইডি অফিস থেকে গ্রেফতার করা হয়।
২০১৬ সালের ৫ জুন চট্টগ্রামে সন্তানকে স্কুলে দিতে গিয়ে খুন হন মিতু।
এই ঘটনার পর বাবুল বাদী হয়ে মামলা করেন কিন্তু মিতুর বাবা সাবেক পুলিশ অফিসার মোশাররফ হোসেন দাবি করে আসছিলেন তার মেয়েকে তার স্বামী বাবুল- ই পরিকল্পনা করে হত্যা করিয়েছে।