
বাড়িতে বসে পরিবারের সবাইকে নিয়ে করোনার দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
১৯ আগস্ট দুপুরে মেয়রের উপশহরের বাড়িতে গিয়ে টিকা দিয়ে আসেন সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মীরা।
মেয়র ছাড়াও টিকা নিয়েছেন তার স্ত্রী , বড় মেয়ে , ছোট মেয়ে।
টিকা নেওয়ার পর ছবি যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়েছে।
টিকা দেওয়ার সময় সেখানে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. আন্জুমান আরা বেগম উপস্থিত ছিলেন।
তবে পরে সাংবাদিকেরা তার সাথে যোগাযোগ এর চেষ্টা করলে কেউ ফোন ধরেননি।।
এদিকে সিভিল সার্জন বলেছেন, ঘরে বসে টিকা নেবার সুযোগ নেই।
এর আগে জেলার বাগমারা ও তানোরে সরকারি দলের কয়েক নেতা ঘরে বসে টিকা নেন।।
যদিও বাগমারা ও তানোরের স্বাস্থ্য কর্মকর্তাদের শোকজ করা হয়েছিল। ইতোমধ্যে জবাবও পাওয়া গেছে।