spot_img
Home বাংলাদেশ অপরাধ গারদের গেটে পড়ে গেলেন পরিমনি

গারদের গেটে পড়ে গেলেন পরিমনি

গারদের গেটে পড়ে গেলেন পরিমনি

গারদখানা গেটে পড়ে গেলেন পরিমনি।

আজ ঢাকার সিএমএম আদালত থেকে একদিনের রিমান্ড মঞ্জুর হবার পর তাকে হাজতখানায় নেয়ার সময় এই ঘটনা ঘটে।।

পরীমনিকে আদালতে আনা হয়েছে—এই খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে আদালত চত্বর লোকে লোকারণ্য হয়ে ওঠে। অন্যান্য আদালত থেকে বিপুলসংখ্যক আইনজীবী, সংবাদকর্মী, বাদী ও বিভিন্ন আদালতের সেরেস্তার লোকজন এসে ভিড় করেন সিএমএম আদালতে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের চিত্র ছিল অনেকটা এরকম।

শুনানি শেষ হলে পরীমনিকে দুপুর সোয়া ১২টার দিকে এজলাস কক্ষের কাঠগড়া থেকে লিফটে করে আদালত ভবনের ৮ম তলা থেকে নিচে নামানো হয়।

এ সময় সাংবাদিক আইনজীবীদের ভিড়ে ও ধাক্কায় গারদখানার গেটের সামনে দুই নারী পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে পড়ে যান পরীমনি।

বনানী থানায় দায়ের করা মাদক মামলায় বৃহস্পতিবার চিত্রনায়িকা পরীমনির আবার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here