spot_img
Home খবর গাইবান্ধা উপনির্বাচন নিয়ে তড়িঘড়ি সিদ্ধান্ত নয়

গাইবান্ধা উপনির্বাচন নিয়ে তড়িঘড়ি সিদ্ধান্ত নয়

গাইবান্ধা উপনির্বাচন নিয়ে তড়িঘড়ি সিদ্ধান্ত নয়

গাইবান্ধা-৫ আসনে উপ নির্বাচনে অনিয়মের প্রতিবেদন নিয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার (২৩ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে এমনটাই জানান সিইসি।

গত ১২ অক্টোবর ৫১টি কেন্দ্রে ব্যাপক অনিয়মের কারণে উপ-নির্বাচনের মাঝপথে ভোট বন্ধের ঘোষণা দেন সিইসি। এরপর একটি তদন্ত কমিটি গঠন করে অনিয়মে জড়িতদের শাস্তির আওতায় আনার ঘোষণাও দেন তিনি।

সেই কমিটি ইতোমধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। তা নিয়েই এদিন জানতে চান সাংবাদিকরা।

সিইসি বলেন, এটা নিয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত নেব না। আমরা পরীক্ষা- নিরীক্ষা করছি, দেখছি।

গাইবান্ধায় নতুন করে ভোট হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন কিচ্ছু বলবো না। ওয়েট করেন আপনারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here