একের পর এক তালেবান যোদ্ধারা নিয়ন্ত্রণ নিচ্ছে একেকটি শহরের।আফগানিস্তানের উত্তরান্চল কার্যত তালেবানদের নিয়ন্ত্রণে চলে গেছে। মাজার ই শরীফে চলছে সরকারি বাহিনীর সাথে তালেবানদের প্রচন্ড লড়াই। আজ সকালে গজনী প্রদেশের রাজধানী শহর দখল করে শহরের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান যোদ্ধারা।শহর হতে প্রদেশটির গভর্নর এবং ডেপুটি গভর্নর পালিয়ে যান। প্রচন্ড লড়াই চলছে গুরুত্বপূর্ণ শহর কান্দাহারে।কান্দাহার দখল করে নিতে পারলে কাবুল দখল সহজ হয়ে যায় তালেবানদের। একের পর এক তালেবান যোদ্ধাদের শহর দখলে বিস্মিত হয়ে পড়েছে পশ্চিমা বিশ্ব। বিবিসি বলছে ‘ উত্তরান্চলের দশটি প্রদেশই এখন তালেবান নিয়ন্ত্রণে। এরই মধ্যে প্রেসিডেন্ট আশরাফ ঘানি আফগান সেনাবাহিনীর প্রধান আহমাদজাইকে বরখাস্ত করেছে। পর্যবেক্ষকরা ধারণা করছে এমন অবস্থা চলতে থাকলে আফগান সেনাবাহিনী খুব দ্রুতই তালেবানদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হতে পারে।প্রেসিডেন্ট আশরাফ ঘানির অবস্থা দেশটির সর্বশেষ সমাজতন্ত্রী রাস্ট্রপতি ড. নজিবুল্লাহর মতন ভাগ্য বরণ করতে হবে।