spot_img
Home খবর খেলা হবে- শ্লোগান এর বিরোধিতায় তোফায়েল আহমেদ

খেলা হবে- শ্লোগান এর বিরোধিতায় তোফায়েল আহমেদ

খেলা হবে- শ্লোগান এর বিরোধিতায় তোফায়েল আহমেদ

‘খেলা হবে’ স্লোগানের বিরোধিতা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ।

তিনি বলেন, আমরা আজকাল একটা স্লোগান বের করেছি, ‘খেলা হবে, খেলা হবে’। আমার দৃষ্টিতে এটা রাজনৈতিক স্লোগান না, এটা রাজনৈতিক স্লোগান হতে পারে না।

শনিবার (৩ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণির ৮৪তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘খেলা হবে’ স্লোগান না দেওয়ার অনুরোধ জানিয়ে বর্ষীয়ান এ রাজনীতিবিদ বলেন, পলিটিক্সে মারপিট হবে, আমার বক্তব্য আমি দেব। কিন্তু কী একটা কথা, খেলা হবে! কেউ অসন্তুষ্ট হতে পারেন, তবে আমার বিবেক বলে, এই স্লোগানটা এভাবে দেওয়া উচিত না।

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, তারা কথায় কথায় বলে সরকারের পতন। সরকার পতন এতো সহজ! বাংলাদেশ আওয়ামী লীগ তৃণমূলে বিস্তৃত। আওয়ামী লীগকে পরাজিত করা যাবে না।

দেশের বিরুদ্ধে যড়যন্ত্র চলছে মন্তব্য করে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল বলেন, অথচ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে, পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল সবকিছু বঙ্গবন্ধু কন্যার কারণে সম্ভব হয়েছে।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here