spot_img
Home রাজনীতি খালেদা জিয়ার বায়োপসি রিপোর্ট, কথা বলছেন না কেউ

খালেদা জিয়ার বায়োপসি রিপোর্ট, কথা বলছেন না কেউ

খালেদা জিয়ার বায়োপসি রিপোর্ট, কথা বলছেন না কেউ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বায়োপসি রিপোর্ট পাওয়া গেছে। তিনি বর্তমানে রাজধানীর এভার কেয়ার নামের একটা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।।
বায়োপসি রিপোর্ট
অনুযায়ী চিকিৎসকেরা তার চিকিৎসা দিচ্ছেন। তবে গণামাধ্যমে কিছু জানাননি।
২৫ অক্টোবর তার শরীরে ছোট একটি অস্ত্রোপচার করা হয়।

ওই দিন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছিলেন, ওনার (খালেদা জিয়া) শরীরের ভেতর ছোট একটা লাম্প (চাকা) আছে। এই লাম্পের ন্যাচার অব অরিজিন জানতে হলে বায়োপসি করা প্রয়োজন। সে জন্য ওনার বায়োপসির জন্য অপারেশন করা হয়েছে।

তবে সেই বায়োপসি রিপোর্টে কী আছে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে তার কোনো চিকিৎসক কিংবা দলের পক্ষ থেকে গণমাধ্যমে কিছু জানানো হয়নি। কিছু জানাতে চাইলে অপারগতা প্রকাশ করেন।
আবার কেউ ফোন ধরছেন না।

দলের কেউ কেউ বলছেন
বিষয়টা স্পর্শকাতর, সেজন্য হয়তো তারা ফোন ধরছেন না।

চেয়ারপারসনের প্রেস উইংয়ের শায়রুল কবির খান ও কিছু জানতে পারেননি বলে গনমাধ্যমকে জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here