করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা বাসায় নাকি হাসপাতালে হবে তার সিদ্ধান্ত নেবেন তার বড় ছেলে জনাব তারেক রহমানের স্ত্রী ডাক্তার যোবায়দা রহমান। তিনি বেগম খালেদা জিয়ার চিকিৎসক টিমের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।
বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত কাগজ পত্র
লন্ডনে পাঠানো হ’য়েছে।
এদিকে তার জন্য আইসিইউ সুবিধা সম্বলিত বাসার কাছে হাসপাতাল ঠিক করে রাখা হয়েছে, ইউনাইটেড হাসপাতালের একটি কক্ষ বুক করে রাখা হয়েছে, যদি তার শারীরিক অবস্থা কোন রকমের অবনতি হয় তাহলে যেন তাকে দ্রুত সেখানে নেয়া যায়৷
সবকিছু হচ্ছে তার চিকিৎসা টিমের পরামর্শে, পরিবার এর সাথে আলাপ করে৷
এর আগে গতকাল জানা যায় তিনি করোনা আক্রান্ত এবং তার বাসার কর্মচারীদের মাধ্যমে তিনি সংক্রমণ এরশিকার হয়েছেন৷
প্রথমে দলের পক্ষে সংবাদটি অস্বীকার করা হলেও পরে দলের মহাসচিব সংবাদ সম্মেলন করে খবরটা জানান।