করোনা পরবর্তী শারীরিক পরিস্থিতি সামাল দিতে যত দ্রুত সম্ভব বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে য়যেতে চায় বিএনপি। বিমান, সাথে যেতে চিকিৎসক, এমনকি বিমানবন্দরে যেতে এম্বুলেন্স ও তৈরী রাখা হয়েছে।
তিন চারজন স্বজন ও সাথে যাবেন।
দলের নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেছেন, অনুমতি পাওয়ার আধা ঘন্টার মধ্যে রওনা দেবার প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। এদিকে গতকাল ৫ মে তার ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়ে চিঠি দিয়ে এসেছেন তারা খালেদা জিয়াকে লন্ডন নিতে সরকারের সহায়তা চান। আজ সকালে স্বরাষ্ট্রমন্ত্রী সেই চিঠি আইনমন্ত্রনালয়ে পাঠিয়েছেন।
সিদ্ধান্ত নিতে হবে আইন মন্ত্রনালয় থেকে। বিভিন্ন সুত্র জানায় বয়সের কারনে বেগম খালেদা জিয়ার শরীর ঝুকিপূর্ণ। তাকে আবার দীর্ঘ পথ পাড়ি দিয়ে লন্ডন নিতে হবে। সরকার ও চাইছিলো তাকে সিঙ্গাপুর নেয়া হোক কিন্তু সেখানে করোনার কারনে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে, আবার যেতে পারলেও তাকে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে- যা তার পক্ষে সম্ভব নয়।
তার চিকিৎসার সাথে যুক্ত টিম ও জরুরি ভিত্তিতে বিদেশ নেবার পরামর্শ দিয়েছেন।
এখন অপেক্ষা আইন মন্ত্রনালয়ের পদক্ষেপ এর দিকে।