বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লেও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তিনি অসুস্থ অবস্থায় আগের মতোই আছেন।
দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গনমাধ্যমকে জানিয়েছেন, দলীয় প্রধান এর উন্নতি অথবা অবনতি কোনোটাই হয়নি।
এদিকে মঙ্গলবার (২৩ নভেম্বর) দিনগত রাত ১১টার পর খালেদা জিয়ার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।
খালেদা জিয়ার সাবেক প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান রাত ২টায় কয়েকটা গনমাধ্যমকে বলেন
বেগম জিয়ার হিমোগ্লোবিন, রক্তচাপ কমে গিয়েছিল। ইন্টারনাল হেমোরেজের কারণে। ডায়াবেটিস আনকন্ট্রোল্ড। রক্ত দিতে হয়েছে আজ আবার। কয়েকদিন রক্ত লাগেনি।
মঙ্গলবার সন্ধ্যায় রক্ত দেওয়ার সময় প্রথমে রক্ত যাচ্ছিল না। তখনই মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তবে পরে স্বাভাবিকভাবে রক্ত দেওয়া হয়েছে।
এভার কেয়ার হাসপাতালে যোগাযোগ করা হলে
ডিউটি ডাক্তার মঙ্গলবার (২৩ নভেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে বলেন, বিএনপি চেয়ারপারসন ভালো আছেন। যে খবরটি পেয়েছেন, সেটা গুজব।
এদিকে গুজব ছড়িয়ে কোন সহিংসতা যাতে সৃষ্টি করতে না পারে এজন্য সারা দেশে পুলিশকে সতর্ক রাখা হয়েছে। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
পুলিশের ছুটি বাতিল করা হয়েছে।