
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বুধবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
দুপুর ১টা ১০ মিনিটে সাবেক এই প্রধানমন্ত্রীকে কেবিনে স্থানান্তর করা হয় বলে বেনারকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন।
৭৬ বছর বয়সী খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত জানিয়ে তিনে বলেন, “ম্যাডামকে কেবিনে রেখেই নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।”
খালেদা জিয়ার হার্টে একাধিক ব্লক ধরা পড়ায় শনিবার দুপুরে এনজিওগ্রামের পর তাঁকে রিং পরানো হয়েছে।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত শুক্রবার দিবাগত রাতে খালেদা জিয়াকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয় এবং তৃতীয়বারের মতো তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।