তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, খালেদা জিয়াকে বিদেশে নেবার দাবী উদ্দেশ্য প্রনোদিত।
আজ রবিবার তিনি দরিদ্র মানুষের মাঝে ঈদ উপলক্ষে উপহার বিতরন অনুষ্ঠানে বলেন, বিএনপির মহাসচিব নিজে বলছেন, দেশের সবচেয়ে ভালো হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে, তিনি সুস্থ হয়ে উঠছেন। তখন তাকে বিদেশে নিতে তাড়াহুড়া করা, আবেদন করার পেছনে রাজনীতি আছে।
আসলে বিএনপি কেবল মিডিয়ায় থাকতে চায়, জনগণের সাথে না থেকেও তাদের আবেগ পক্ষে নিতে চায়।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভালো চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন। মিন্টো রোডের সরকারি বাসা থেকে তিনি অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন।