আগামী এক মাসের মধ্যে চরম খাদ্য সংকটে পড়তে পারে আফগানিস্তান, সতর্কতাবার্ত দিয়েছে জাতিসংঘ।
ভয়াবহ হয়ে উঠতে পারে পরিস্থিতি, প্রতি তিন জনে এক জনকে না খেয়ে দিন পার করতে হতে পারে বলে ও সতর্কতা দিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) কাতার-ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
প্রায় দুই সপ্তাহ আগে আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নিলেও এখনও পর্যন্ত সরকার গঠন করতে পারেনি তালেবান।
এমতাবস্থায় ভয়াবহ খাদ্য সংকট নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করলো জাতিসংঘ।
বুধবার (১ সেপ্টেম্বর) আফগানিস্তানে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়কারী রমিজ আলাকবারোভ বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে আফগানিস্তানের পরিস্থিতি অত্যন্ত সঙ্গীন।
একবেলা খাওয়ার পরের বেলা খাবার জুটবে কিনা তা জানে না দেশটির অর্ধেকের বেশি মানুষ। সাম্প্রতিক দিনগুলোতে আফগানিস্তানের দ্রব্যমূল্য বেড়েছে।
দেশটিতে খাদ্যদ্রব্যের দাম প্রায় ৫০ শতাংশ বেড়েছে। একইসঙ্গে পেট্রোলের দাম প্রায় ৭৫ শতাংশ বেড়ে গেছে।
তালেবান ক্ষমতা দখল করে নেওয়ার পরপরই বন্ধ হয়ে গেছে অধিকাংশ আন্তর্জাতিক আর্থিক সহায়তা।
সরকারি অফিসগুলো বন্ধ রয়েছে এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বেতন পাচ্ছে না।
তালেবান এখনও একটি নতুন সরকার গঠন করেনি। আর তাদের আন্তর্জাতিক স্বীকৃতি এখনও প্রশ্নের মুখে রয়েছে। তাই বন্ধ রয়েছে বিদেশি সহায়তাও।
ইতোমধ্যে বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল আফগানিস্তানে সব ধরনের সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে।।