
খাগড়াছড়ি প্রাথমিক শিক্ষা বিভাগ সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ২৫৮ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় আবেদন শুরু হয়েছে ১ মার্চ থেকে। আবেদন করা যাবে এ মাসের শেষ দিন পর্যন্ত। আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্ত জানা যাবে বিজ্ঞপ্তিতে।
২৫৮ জন সহকারী শিক্ষক খাগড়াছড়ির ৯টি উপজেলার স্কুলগুলোয় নিয়োগ পাবেন। সদরের স্কুলগুলোয় ২৭টি পদ, দীঘিনালার স্কুলগুলোয় ৫৩টি পদ, পানছড়ির স্কুলগুলোয় ৩৫টি পদ, মহালছড়ির স্কুলগুলোয় ৩২টি পদ, মাটিরাঙ্গার স্কুলগুলোয় ৩৪টি পদ, রামগড়ের স্কুলগুলোয় ১৬টি পদ, মানিকছড়ির স্কুলগুলোয় ১৯টি পদ, লক্ষ্মীছড়ির স্কুলগুলোয় ২৫টি পদ এবং গুইমারার স্কুলগুলোয় ১৭টি পদ আছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শূন্য পদের সংখ্যা কমবেশি হতে পারে। খাগড়াছড়ির জেলার স্থায়ী বাসিন্দারা (নারী ও পুরুষ) আবেদন করতে পারবেন সহকারী শিক্ষক পদে।