
কে হচ্ছেন দেশের ২২তম রাষ্ট্রপতি? মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে জানা যেতে পারে এই খবর। আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় দলটির রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত হতে পারে।
সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদ ভবনের নবমতলায় সরকারি দলের সভাকক্ষে আওয়ামী লীগের সংসদীয় দলের এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন দলের সভাপতি ও সংসদীয় দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামী ১৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট নেওয়া হবে। জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। তবে যদি একাধিক প্রার্থী যদি না থাকে, তাহলে ১৩ ফেব্রুয়ারি আওয়ামী লীগ মনোনীত প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
একাধিক প্রার্থী থাকলেও আওয়ামী লীগের প্রার্থীই রাষ্ট্রপতি হবেন, এটা প্রায় নিশ্চিত। কারণ বর্তমান সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। আর আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের প্রার্থী দেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। অর্থাৎ আওয়ামী লীগ যাকে মনোনয়ন দেবে, তিনিই হবেন দেশের ২২তম রাষ্ট্রপতি। এ কারণেই আওয়ামী লীগ কাকে রাষ্ট্রপতি প্রার্থী করছে সে দিকেই সবার দৃষ্টি।
দেশের ২২তম রাষ্ট্রপতি পদে মনোনয়ন পেতে পারেন- এমন কয়েকজনের নাম আলোচনায় রয়েছেন।
অনেকের নাম আলোচনায় এলেও আসলে কাকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হচ্ছে বা কে হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি, সে বিষয়ে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারছেন না।
বিষয়টি মূলত আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতামতের ওপরই নির্ভর করছে। তিনি যাকে চাইবেন, তাকেই রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগ মনোনয়ন দেবে, যা সংসদীয় দলের সভায় চূড়ান্ত হতে পারে।