spot_img
Home বাংলাদেশ অপরাধ কৃষকের উপর গাড়ি, ভারতের প্রতিমন্ত্রী পুত্র আটক

কৃষকের উপর গাড়ি, ভারতের প্রতিমন্ত্রী পুত্র আটক

কৃষকের উপর গাড়ি, ভারতের প্রতিমন্ত্রী পুত্র আটক

কৃষককে গাড়ি চাপায় হত্যার ঘটনায় করা মামলায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৯ অক্টোবর) রাত ১১টার দিকে তাকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ।

এর আগে রাজ্যের লখিমপুর খেরিতে টানা ১২ ঘণ্টা ধরে আশিসকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এ সময় পুলিশকে সহযোগিতা না করায় তাকে গ্রেফতার করা হয়।

৩ অক্টোবর উত্তরপ্রদেশের লখিমপুর খিরি এলাকায় কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ করছিলেন কৃষকরা। এ সময় আশিসের গাড়ির ধাক্কায় চারজন কৃষক নিহত হন। এরপর একটি গাড়ি জ্বালিয়ে দেয় উত্তেজিত জনতা। অন্য গাড়িতেও ভাঙচুর করা হয়। এতে আরও চারজন নিহত হন।

ওই ঘটনায় করা মামলায় আসামি করা হয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্র ও তার সহযোগীদের বিরুদ্ধে। সেই মামলায় তাকে গ্রেফতার করা হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here