
দেশের উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রামের নদীতীরবর্তী চরাঞ্চলে সূর্যমুখী ফুলের চাষ বাড়ছে। ২০২০ সালের তুলনায় ২০২১ সালে সূর্যমুখী চাষের জমি বেড়েছে ১০ গুণ। দেশে ভোজ্যতেলের চাহিদা মেটাতে সূর্যমুখীর চাষ বাড়ানোর উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ।
গত শুক্রবার কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের চর মাধবরাম এলাকায় সূর্যমুখী চাষ সম্প্রসারণে মাঠ দিবস পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মেসবাহুল ইসলাম। জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ, রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক খন্দকার আবদুল ওয়াহেদ, কুড়িগ্রামের উপপরিচালক কৃষিবিদ মো. মনজুরুল হক, সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ প্রমুখ।
কৃষি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মেসবাহুল ইসলাম বলেন, দেশে নানা কারণে আবাদি জমি কমে যাচ্ছে। সে জন্য দেশের চর ও হাওর এলাকায় প্রণোদনার মাধ্যমে কৃষি সম্প্রসারণের কাজ করা হচ্ছে। আগামী আউশ ও আমন মৌসুমেও প্রণোদনা দেওয়া হবে বলে তিনি জানান।