
ফেলে দেওয়া কোটি কোটি টায়ারকে আবার কাজে লাগাতে শুরু করলো কুয়েত সরকার।
এ যেন ভাঙ্গা কুলা ছাই ফেলতে লাগানোর মতো।
প্রায় চার কোটি ২০ লাখেরও বেশি টায়ারকে পুনর্ব্যবহারযোগ্য করে তুলছে তারা । পুরনো টায়ার ব্যবহার করে তৈরি করা হচ্ছে গৃহ সামগ্রী। বানানো হচ্ছে কার্পেট, ব্যাগসহ মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র।
কুয়েতে প্রতিদিনই পোড়ানো হয় পুরনো টায়ার। আর এতে নির্গত হয় রাসায়নিক পদার্থ ও কালো ধোঁয়া। এতে স্বাস্থ্যঝুঁকিতে আর পরিবেশ দুষন আছে।
গ্লোবাল রিসাইকেল কোম্পানি এপসকো ফেলা দেওয়া টায়ারগুলো পুনর্ব্যবহারযোগ্য করার একটি প্রকল্প হাতে নেয়।
কুয়েত সরকার এবং বেরকারি সংস্থার সহযোগিতায় চালু হয়েছে এই প্রকল্প।
জানুয়ারি থেকে এ পর্যন্ত আমরা ২৫ লাখ টায়ারকে পুনর্ব্যবহারযোগ্য করা হয়েছে । পুরনো টায়ার থেকে রাসায়নিক বাদ দিয়ে ডিজেল ও জ্বালানি উৎপাদন করা হচ্ছে।
কুয়েতের পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, ২০১৯ সালে ৪৫ লাখ মানুষের জন্য ২৪ লাখ যানবাহন ছিল।
গ্লোবাল রিসাইকেল কোম্পানিটি বছরে ৩০ লাখেরও বেশি পুরনো টায়ারকে পুনর্ব্যবহারযোগ্য করতে পারে। তাদের সেই সক্ষমতা ও কারিগরী শিক্ষা আছে।