কাশ্মির ইস্যুতে পিছু হটছে দিল্লি?একদেশ দো বিধান নেহি চলেঙ্গে
বলে বিজেপি তার দর্শনগত যায়গা থেকে জম্মু ও কাশ্মীর এর রাজ্য থাকার অধিকার কেড়ে নেয় ২০১৯ সালের আগস্ট মাসে
ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে লাদাখ ও জম্মু- কাশ্মীর দুটো আলাদা কেন্দ্র শাসিত অঞ্চল করা হয়।
দীর্ঘ কারফিউ চলে, পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয় পুরো উপত্যকা।
দীর্ঘ লড়াই চালায় কাশ্মিরের মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দল।
আজ বৃহস্পতিবার দিল্লিতে ১৬ টি দলকে ডেকেছে নরেন্দ্র মোদি।
কাশ্মির থেকে আসছেন ফারুক আব্দুল্লাহ, পিডিপির মেহবুবা মুফতি, কংগ্রেসের গুলাম নবী আজাদ, কমিউনিস্ট পার্টির ইউসুফ তারিগামী সহ সেখানের ১৭ টি দলের নেতারা।
অনুমান করা হচ্ছে,
পিছু হটতে পারে দিল্লী।
আবার জম্মু কাশ্মীর পূর্ন রাজ্যের মর্যাদা ফিরে পেতে পারে।
আগামী বছর সেখানে বিধানসভার নির্বাচন।