মহামারির কারণে বন্ধ থাকা সবগুলো ট্রেন বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে পুনরায় চালু হচ্ছে।
গতকাল মঙ্গলবার (১৭ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৯ দিন বন্ধ থাকার পর বুধবার (১১ আগস্ট) শুরু হয় যাত্রীবাহী ট্রেন চলাচল। ওইদিন থেকে ৩৮ জোড়া আন্তঃনগর ট্রেন এবং ২০ জোড়া মেইল-কমিউটার ট্রেন।
গত বছরের ২৫ মার্চ করোনার কারনে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধের ঘোষণা দেয়া হয় এবং তা ৩১ মে আট জোড়া আন্তঃনগর ট্রেন চালু করা হয়। আবার চলতি বছরের ৫ এপ্রিল থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করা হয়। ৭ সপ্তাহ বন্ধ থাকার পর ২৪ মে থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। এরপর আবারও ২৩ জুন থেকে বন্ধ ছিল ট্রেন চলাচল। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচল করে। ২৩ জুলাই থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।